১৯৯৫ সালে শ্রী শ্রী রাধা গবিন্দ জিও এর সম্পত্তি দান সূত্রে প্রাপ্ত হইয়া উক্ত কলেজটি প্রতিষ্ঠিত হয়। অত্র কলেজটি ডিগ্রি কলেজ এবং কারিগরি (বি,এম) শাখা সংযুক্ত। মাটিন্দর ইউনিয়নের কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার ছাত্র/ছাত্রী সু-শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ০৩টি বিল্ডিং ০১টি প্রসাসনিক ভবন, ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস ও ১টি প্রসস্থ খোলার মাঠ আছে। জমির পরিমান ৩.০৫ একর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS